দীর্ঘ ২১ বছর পর চালু হল ভারত – নেপাল রেলযাত্রা

Must read

১৯৩৭ সালে চালু হওয়া ভারত নেপাল রেলপথ বন্ধ হয়েছিল ২০০১ সালে। প্রবল বন্যার কারণে বন্ধ হয়েছিল ভারত – নেপাল ট্রেন চলাচল। ২ এপ্রিল থেকে ফের চালু হল ট্রেন ভারত – নেপাল (India – Nepal Train) চলাচল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর ধুবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও ভারত – নেপাল রেল (India – Nepal Train) যাত্রার সূচনা করেন।

পূর্ব মধ্য রেলের উদ্যোগে জয়নগর থেকে ছাড়ছে সকাল সাড়ে ৮ টায়। সাড়ে ১০ টায় কুর্থা পৌঁছে পুনরায় ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পৌনে ১১ টায়। জয়নগর পৌঁছচ্ছে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। পরবর্তী সময়ে বিকেল ৩ টায় রওনা দিয়ে ৫ টায় পৌঁছচ্ছে কুর্থায় এবং জয়নগর আছে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।

মোট ৩৪.৫ কিলোমিটার পথে রয়েছে ৮ টি স্টেশন। জয়নগর, ইনারওয়া, খাজুরি মহিনাথপুর, বাইদেহি, দেউরি পরবাহা, জনকপুর ধাম ও কুর্থা। ট্রেনের সাধারণ শ্রেণির সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তাতে জয়নগর থেকে যাওয়া যাবে নেপালের মহিনাথপুর স্টেশন পর্যন্ত। এই পথটুকু বাতানুকুল বগিতে গেলে ভাড়া ১০০ টাকা। আর জয়নগর থেকে কুর্থা গোটা পথে গেলে বাতানুকুল শ্রেণির টিকিটের দাম ৪৫০ টাকা আর সাধারণ শ্রেণিতে ৯০ টাকা। তবে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীদের এই ট্রেনে চাপতে হলে বিহারের জয়নগর স্টেশনে পৌঁছনোর খরচ যোগ করতে হবে।

Latest article