মল্লিকার্জুন খাড়গে : গণতন্ত্র, সংবিধান ও মানুষকে বাঁচাতে ২৬টা দল এক জায়গায় এসেছে। আমরা সর্বসম্মতভাবে এই জোটের নাম দিয়েছি ইন্ডিয়া। বেঙ্গালুরুতে দু’দিনের বৈঠকে দেশের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মোদি সরকার সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করছে। বিজেপি সরকার ইডি, সিবিআইয়ের মতো স্বশাসিত সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে। তাই দেশ ও দেশবাসীকে বাঁচাতে আমরা একসঙ্গে লড়াইয়ের শপথ নিয়েছি। এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১১ সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হবে। কনভেনর ঠিক হবে। খুব শীঘ্রই মুম্বইয়ে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হবে। সেখানেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিরোধী জোটের একটি সচিবালয় তৈরি হবে। প্রচারের জন্য তৈরি হবে একটি আলাদা কমিটি। যার কেন্দ্র হবে দিল্লি।
আরও পড়ুন-স্নায়ুর জটিল রোগ গবেষণায় অনুদান
অরবিন্দ কেজরিওয়াল : ৯ বছর ক্ষমতায় রয়েছে মোদি সরকার। এই সময়ে অনেক কিছুই করা যেত। কিন্তু এই সরকার কিছুই করেনি। বরং তারা গোটা দেশকে বেচে দিচ্ছে। আকাশ থেকে মাটি, এমনকী পাতাল পর্যন্ত সব কিছুই বেচে দিচ্ছে। দেশের বিমানবন্দর, জাহাজবন্দর সব তুলে দিয়েছে নিজেদের বন্ধুদের হাতে। ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতি, রেল ব্যবস্থা। মোদি সরকারের আমলে কৃষক থেকে শ্রমিক, শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই দুঃখে রয়েছেন। তাই দেশ বাঁচানোর লক্ষ্যেই আমরা একজোট হয়েছি। আমাদের লক্ষ্য দেশবাসীকে সুখে ও শান্তিতে রাখা। সেজন্য যা করা দরকার করা হবে।
আরও পড়ুন-শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলায় আগাম প্রস্তুতি
রাহুল গান্ধী : এবার লড়াই হবে মোদি ও ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার সঙ্গে লড়াই হবে বিজেপির। দেশের জন্য আওয়াজ তুলতে এই লড়াই বিরোধীদের। দেশের আদর্শের জন্য আমাদের লড়াই। মোদি সরকারের অগণতান্ত্রিক কাজের জন্যই আমরা সকলে এক ছাতার তলায় এসেছি। আমরা জোটবদ্ধ হয়ে এই সরকারকে উৎখাত করতে লড়াই করছি।
আরও পড়ুন-পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরিতে হবে প্রশিক্ষণ
উদ্ধব ঠাকরে : স্বৈরতান্ত্রিক মোদি সরকারের বিরুদ্ধে ক্রমশই এককাট্টা হচ্ছে মানুষ। ভয় পেয়ে মোদি সরকার বলছে, আমরা নাকি পরিবার বাঁচানোর জন্য লড়ছি। কিন্তু তা নয়। আমাদের পরিবার হল গোটা দেশ। দেশের স্বাধীনতা আজ বিপন্ন। মনে রাখতে হবে একজন মাত্র ব্যক্তি এবং একটি দল কখনওই দেশ নয়। প্রজাতন্ত্র সেটাই যেখানে সকলে নির্ভয়ে তাদের মতামত জানাতে পারে। আমাদের লড়াই বিজেপির নীতির বিরুদ্ধে। মানুষকে বলতে চাই, ভয় পাবেন না। আমরা আছি।