সকালে অখিলেশ যাদবের পর বিকেলে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লি (Delhi) থেকে কলকাতায় ফিরবেন বটেই কিন্তু তার আগেই ঝটিকা সফরে মুম্বইতে (Mumbai) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

Must read

দিল্লি (Delhi) থেকে কলকাতায় ফিরবেন বটেই কিন্তু তার আগেই ঝটিকা সফরে মুম্বইতে (Mumbai) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মাতশ্রীতে তিনি আজ দেখা করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৃহস্পতিবার সন্ধেয় বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকের পরে আজ অখিলেশ যাদবের বাড়িতে যান অভিষেক। সঙ্গে ছিলেন ডেরেক ও’ ব্রায়েন।

আরও পড়ুন-বিমানবন্দরে কঙ্গনাকে সপাটে চড় জওয়ানের

বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর আজ সকালে অখিলেশ যাদবের বাড়িতে অভিষেকের যাওয়া তাৎপর্যপূর্ণ তো বটেই। জল্পনা বজায় রেখেই এবার মুম্বই গেলেন তিনি। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লি যান অভিষেক। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছিলেন, “ইন্ডিয়া জোটের পাশে আছি। তবে আমি ডাকলেই যেতে পারব না। কাল অভিষেক যাবে। আমার অনেক কাজ আছে।”

আরও পড়ুন-প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বুধবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’র বৈঠকে শরিক অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ইন্ডিয়ার শরিকদলের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসছেন তিনি। এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লাখ ১০ হাজারেরও বেশি ভোটে জিতে রেকর্ড করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article