প্রতিবেদন: দুনিয়ার সবাইকে শুল্কের জুজু দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতির বিশ্বায়নের মূল ভাবনাকে পাশে সরিয়ে বিভিন্ন দেশকে শুল্ক-হুঁশিয়ারি দিয়ে চলেছেন ট্রাম্প। এবার তাঁর টার্গেট মোবাইল ফোন, ল্যাপটপ, আইফোন নির্মাতা বহুজাতিক সংস্থাগুলি। ইতিমধ্যেই ভারতে আইফোন উৎপাদন বন্ধ করতে শুল্কের জুজু দেখিয়ে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় আইফোন উৎপাদন না করলে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি অ্যাপলকে দিয়েছেন তিনি। আর এবার এবার দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল নির্মাতা বহুজাতিক সংস্থা স্যামসাং ট্রাম্পের রোষের মুখে। আমেরিকার মানুষ যে মোবাইল ব্যবহার করবেন তার উৎপাদনও আমেরিকাতেই করতে হবে, এই শর্ত চাপিয়ে শুল্কযুদ্ধ শুরু করতে চান ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন-কর্ণাটকের রাম মন্দিরের সাধুর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ
অ্যাপল কর্ণধার টিম কুকের পর স্যামসাং-এর মতো জনপ্রিয় প্রথমসারির মোবাইল সংস্থাকেও একই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত না মানলে ফল যে ভাল হবে না তা উল্লেখ করে ট্রাম্প জানান, অন্যদের ক্ষেত্রে আরও বেশি হারে শুল্ক চাপানো হতে পারে। স্যামসাং-এর মতো দক্ষিণ কোরিয়ার বহুজাতিক সংস্থাকে মার্কিন শুল্কের উপর নির্ভর করতে হলে তাদের দিক থেকে যে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে তা বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, নিজেদের দেশ দক্ষিণ কোরিয়া ছাড়া ভিয়েতনাম ও ভারতে মোবাইল যন্ত্রাংশ তৈরির উপর নির্ভরশীল স্যামসাং। ট্রাম্পের হুঁশিয়ারির জেরে স্যামসাংকে সব উৎপাদন আমেরিকায় সরিয়ে নিয়ে যেতে গেলে একদিকে যেমন বিপুল ক্ষতির মুখে পড়বে এই সংস্থা, সেইসঙ্গে বন্ধ হতে পারে ভারতে এর উৎপাদন। নিশ্চিতভাবেই যার নেতিবাচক প্রভাব পড়বে ভারতে স্যামসাং বিক্রির বাজারে।