নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ইডির পর এবার সিবিআই। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে আরও এক কেন্দ্রীয় সংস্থার তৎপরতা বাড়ল। জমি-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবারই তেজস্বীকে ডেকে পাঠায় সিবিআই। এর আগে লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে লালুর মেয়েদের বাড়িতেও হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই অভিযানে প্রচুর পরিমাণ সোনা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
যদিও অন্তঃসত্ত্বা স্ত্রীর অসুস্থতার জন্য এদিন তেজস্বী সিবিআইয়ের সামনে উপস্থিত হতে পারেননি। জানা গিয়েছে, স্ত্রীর স্বাস্থ্যের কথা উল্লেখ করে তাঁকে জিজ্ঞাসাবাদের দিন পিছিয়ে দেওয়ার জন্য তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছেন তিনি।
আরও পড়ুন-হংকং ফ্লু নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্কবার্তা কেন্দ্রের
উল্লেখ্য, শুক্রবার বিহারের উপমুখ্যমন্ত্রীর দিল্লির বাড়িতে এই মামলায় তল্লাশি চালায় ইডি। আরজেডির দাবি, শুক্রবার তল্লাশির সময় বিহারের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে দীর্ঘ সময় ধরে জেরা করেন ইডির গোয়েন্দারা। তিনি অন্তঃসত্ত্বা। দীর্ঘ জেরার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেজস্বী স্ত্রীর কাছেই রয়েছেন। তাই এদিন তিনি সিবিআই দফতরে উপস্থিত হতে পারেননি।
একের পর এক বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীকে নিশানা করায় প্রবল ক্ষোভ দেখা দিয়েছে অবিজেপি শিবির। তাঁদের মতে, রাজনৈতিক লড়াই লড়তে ব্যর্থ মোদি সরকার। তাই বিরোধীদের আটকাতে গোয়েন্দা সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার করেছে মোদি সরকার।
আরও পড়ুন-আর্থিক মন্দার কারণে দেউলিয়া, বন্ধ হল আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক
রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই এবং ইডির পদক্ষেপের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, এটা একটা পুরনো মামলা। এক সময় জেডিইউ এবং আরজেডির পথ আলাদা ছিল। এখন আমরা একসঙ্গে পথচলা শুরু করেছি। তাই আবারও কেন্দ্রীয় সংস্থার অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন-আর কত দেখব! ডিএ প্রাপ্তি সাংবিধানিক অধিকার হল কবে?
আরজেডি রাজ্যসভার সাংসদ মনোজ ঝা জানিয়েছেন, দেশে অদ্ভুত নিয়ম শুরু হয়েছে। বন্ধ হয়ে যাওয়া একটি মামলাকে নতুন করে আবারও শুরু করা হয়েছে। একবার সিবিআই একবার ইডি তদন্তের নামে প্রহসন চালাচ্ছে। বিহারে ক্ষমতা হারানোর ক্ষোভে কেন্দ্রের এই পদক্ষেপ।