ফালাকাটায় অর্ধশতক পেরিয়ে মিলল পাকা সেতু

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : প্রায় ৫০ বছর ধরে দাবি করা হচ্ছিল। এতদিনে পাকা সেতু পেলেন গ্রামবাসীরা। ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোটের পূর্বপাড়া এলাকায়। বর্তমান তৃণমূল (Trinamool Congress) পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এতে খুশি স্থানীয়রা।

আরও পড়ুন – ২০ টাকায় কুড়ি লিটার জল, পৌঁছবে দুয়ারে 

গ্রাম পঞ্চায়েত প্রধান (Trinamool Congress) সমরেশ পাল বলেন, ‘‘ক্ষীরেরকোটের পূর্বপাড়া এলাকায় সেতুর কাজ প্রায় শেষ। মাসখানেকের মধ্যেই বাকি কাজ হয়ে যাবে। আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি, কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে চলেছি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন। আজ সেই সেতু তৈরি। এতে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ।’‌’ প্রায় ৫৫ লক্ষ টাকা বরাদ্দ হয় এই সেতুর কাজে। ২০১৯–এর ফেব্রুয়ারিতে শুরু হয় কাজ। মাসখানেকের মধ্যে পুরো কাজটি শেষ হলে লোকজন সেতুটি দিয়ে যাতায়াত করতে পারবেন।

Latest article