উদ্বোধনের প্রথম ৩ ঘণ্টায় ২ লক্ষাধিক ভক্ত সমাগম

পুণ্যার্থীদের যেন অসুবিধা না হয় অখিলকে নির্দেশ

Must read

প্রতিবেদন : জগন্নাথধামের ব্যবস্থাপনা থেকে শুরু করে দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তা যথাযথ নজর রাখতে নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, মন্দিরে আসা মানুষদের যেন কোনওরকম হয়রানির শিকার হতে না হয়।
বৃহস্পতিবার দিঘা থেকে কলকাতা ফেরার আগে হেলিপ্যাডে এসেছিলেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ আরও অনেকে। সেখানেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন জগন্নাথধামকে কেন্দ্র করে কোনওরকম শিথিলতা যেন না থাকে।দ্রুত ট্রাস্টি বোর্ডের আরও একটি বৈঠকও তিনি করবেন নবান্নে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয়তৃতীয়ার দিন বিকেল ৩.১২ মিনিটে দ্বারোদ্ঘাটন হয়েছে দিঘার জগন্নাথধামের। তারপরেই কার্যত উপচে পড়া ভিড়। ইসকনের রাধারমণ দাস বলেন, গেট খুলে দেওয়ার পর প্রথম তিন ঘণ্টাতেই ২ লক্ষেরও বেশি মানুষ প্রভুর দর্শন করেছেন। বৃহস্পতিবারও ছিল উপচে পড়া ভিড়৷ রাধারমণের কথায়, এখন রোজ সকাল ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মন্দির দর্শন করতে পারবেন ভক্তরা। দুপুরে কিছু সময়ের জন্য প্রভুর সেবায় দরজা বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের আর্থিক সুস্বাস্থ্য প্রশ্নাতীত, তবুও!

Latest article