ওড়িশার পর এবার অসমে ৫ পরিযায়ী শ্রমিককে নিগ্রহ

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বিজেপি-শাসিত ওড়িশার ঘটনার রেশ ধরেই নতুন করে বিজেপি-শাসিত অসমে (Assam_migrant Worker) বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের কমপক্ষে পাঁচ পরিযায়ী শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে শিলচরের রাঙ্গিরখারি থানায় অভিযোগ দায়ের করেছেন মুর্শিদাবাদের সুতি থানার নুরপুর এলাকার বাসিন্দা রিঙ্কু শেখ নামে বছর ত্রিশের যুবক।

শিলচর (Assam_migrant Worker) বাজারের কাছে গত কয়েক বছর মুর্শিদাবাদের প্রায় ৭০০ ফেরিওয়ালা বিভিন্ন এলাকায় বাড়িভাড়া করে থাকেন। রবিবার সকালে রিঙ্কু বাড়ি থেকে শিলচর শহরের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন, সেই সময় কয়েকজন যুবক বাংলাদেশি সন্দেহে আটক করে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। রিঙ্কু জানান, আধার এবং ভোটার কার্ড দেখানোর আগেই ওরা প্রচণ্ড মারধর শুরু করে। আমি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালাই। শিলচরের সদর থানায় গেলেও পুলিশ আমাকে সাহায্য করেনি। এমনকি মোটরসাইকেলটিও উদ্ধার করে দেয়নি। কয়েকজন স্থানীয় উদ্ধার করে দেন।

আরও পড়ুন-মঙ্গলে বড়জোড়ায় জনসভা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান বলেন, আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী। ভারতের যে কোনও নাগরিক যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু বিজেপি-শাসিত রাজ্যে বাঙালি এবং বাংলাভাষী মানুষ দেখলেই বাংলাদেশি সন্দেহে মারধর করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।

Latest article