জাতীয়

পলিগ্রাফের পর নার্কো, খুনের কথা স্বীকার করে নিল আফতাব

প্রতিবেদন : নার্কো টেস্টেও লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়াকারকে খুনের কথা স্বীকার করল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা। হাসপাতাল সূত্রে খবর, দু’ ঘণ্টার নার্কো টেস্টে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে রাগের মাথায় তার প্রেমিকা শ্রদ্ধাকে খুন করেছে। এর আগে দিল্লি পুলিশের করা পলিগ্রাফ টেস্টেও আফতাব নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল। নার্কো টেস্টের জন্য বৃহস্পতিবার আফতাবকে তিহার জেল থেকে রোহিণীর বাবা ভীমরাও আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-এবার কি কোপ আমিষ খাদ্যে?

প্রায় দুই ঘণ্টা ধরে তার নার্কো টেস্ট হয়। ফরেনসিক ল্যাবোরেটরির বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরীক্ষার সময় আফতাবের শরীর ছিল একেবারেই সুস্থ। তাই জিজ্ঞাসাবাদে কোনও সমস্যা হয়নি। দুই ঘণ্টার জেরা পর্বের পর কিছুক্ষণ পর্যবেক্ষণ রেখে আফতাবকে দুপুর ১টা নাগাদ তিহার জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহে হওয়া আফতাবের পলিগ্রাফ পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, জেরায় আফতাব স্বীকার করেছে যে, সে শ্রদ্ধাকে খুন করেছে। শুধু তাই নয়, এই খুনের জন্য তার কোনও অনুশোচনা নেই বলেও জানিয়েছে। আফতাব আরও জানিয়েছে, শ্রদ্ধাকে খুন করতে সে সাতটি অস্ত্র ব্যবহার করেছিল। খুনের পর শ্রদ্ধার দেহাংশ, তাঁর জামাকাপড় ও ফোন কোথায় ফেলেছিল সে কথাও জানিয়েছে। খুনের পর মোবাইল ফোনটি ওএলএক্সের মাধ্যমে বিক্রি করে দিয়েছিল। পুলিশ অবশ্য ফোনটি উদ্ধার করেছে। দিল্লিরই এক যুবক ওএলএক্স-এ ওই মোবাইলটি কিনেছিলেন। বাজেয়াপ্ত মোবাইল পরীক্ষায় যাবে৷

Jago Bangla

Recent Posts

[TEST] Cache System Verification Post

This is a test post to verify the cache system and S3 image upload functionality.…

2 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago