প্রতিবেদন : এজেন্সির মিথ্যাচার নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বারবার অভিযোগ উঠেছে, বিজেপির অঙ্গুলিহেলনে চলছে সিবিআই-ইডির মতো এজেন্সিগুলি। বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বাড়িতে ইডি অভিযানের পর ফলাও করে ইডি বিবৃতি দিয়ে জানায়, তেজস্বীর বাড়ি থেকে কয়েক কেজি সোনা এবং প্রায় ৭০ লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে। বিষয়টি তেজস্বীর নজরে আসার পরেই এজেন্সিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আরজেডি নেতা। বলেন, ভুয়ো খবর ছড়ানো হয়েছে গুজব তৈরির জন্য। তেজস্বীর চ্যালেঞ্জ, ইডির সাহস থাকলে বাজেয়াপ্ত জিনিসের তালিকা প্রকাশ করুক। তেজস্বী (Tejashwi Yadav) ২০১৭ সালের অভিযানের কথা মনে করিয়ে দিয়ে বলেন, গুরুগ্রামের বাড়িতে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছিল। আগে সেই হিসেব দিলে ভাল করত এজেন্সি। এজেন্সিগুলির উচিত তদন্তের নামে রাজনৈতিক অভিযান চালানোর পর প্রকাশ্যে পঞ্চনামা দেওয়া। ইডির তল্লাশির পর সিবিআই তলব করেছে লালুপুত্রকে।
আরও পড়ুন: বিপন্ন ভারতীয় গণতন্ত্র, বিপন্ন সাংবিধানিক কাঠামো