সুস্থ হয়ে ঘরে ফিরল জোড়া বাঘ

যার জন্য এই জঙ্গলে দুটি বাঘ ছাড়া হল বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকর্তা তাপস দাস ও দক্ষিণ ২৪ পরগনার ডিওফও মিলন মণ্ডল।

Must read

সুস্মিতা মণ্ডল, সুন্দরবন :‌ মঙ্গলবার সুন্দরবনের চামটার জঙ্গলে খাঁচাবন্দি দুটি বাঘকে ছাড়া হল। গত রবিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির আট নম্বর মিঠাখালির লোকালয়ে ঢুকে পড়ে একটি বাঘ। গ্রামবাসীরা তাড়া করলে বাঘের আক্রমণে একজন জখম হন। পরে বন দফতর পুরো এলাকাটি ঘিরে দেয় জাল দিয়ে। ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করেন বন দফতরের কর্মীরা। পরে নিয়ে আসা হয় গোসাবার সজনেখালি অভয়ারণ্যে।

আরও পড়ুন-ঋদ্ধিমানের পাশে ক্রিকেটার সংস্থা

এখানে পশু চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখার পর মঙ্গলবার বিকেলে চামটার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে চলতি মাসে পাথরপ্রতিমার পূর্ব শ্রীপতিনগরে ঢুকে পড়া বাঘটি এলাকা বদলকরতে থাকে বারবার। অবশেষে সোমবার বেলায় কুলতলির ভুবনেশ্বরীর চর থেকে খাঁচাবন্দি হয় পূর্ণবয়স্ক বাঘটি। মঙ্গলবার চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দেওয়ার পর ছাড়া হল চামটার পাঁচ নম্বর এলাকায়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীন এলাকার মধ্যে পড়ে চামটার জঙ্গল। এই জঙ্গলে বাঘের ঘনত্ব অপেক্ষাকৃত কম আছে। যার জন্য এই জঙ্গলে দুটি বাঘ ছাড়া হল বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকর্তা তাপস দাস ও দক্ষিণ ২৪ পরগনার ডিওফও মিলন মণ্ডল।

Latest article