সাতবছর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে SSC-তে ৫২৬১টি নয়া পদ তৈরি করে নিয়োগ, জানালেন ব্রাত্য বসু

বিষয়টি নিয়ে তিনি নিজে উদ্যোগ নেবেন। সেই কথা উল্লেখ করে ব্রাত্য বসু বলেন, সব দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Must read

সাতবছর পরে ফের রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে SSC-তে ৫২৬১টি পদ তৈরি করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে বলে জানান ব্রাত্য বসু। নিয়োগের জন্য অতিরিক্ত মোট ৫২৬১টি পদ তৈরিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্বচ্ছ্বতার সঙ্গে মেধার ভিত্তিতেই নিয়োগ হবে।

আরও পড়ুন-বাংলার বদনাম করলে আমার গায়ে লাগে: মমতা বন্দ্যোপাধ্যায়

মাধ্যমিক (Madhyamik), উচ্চমাধ্যমিক (Higher Secondary) স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে। দ্রুতই এই বিষয়ে নোটিশ জারি করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদের মেয়াদবৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার রেড রোডে ঈদের নমাজ অনুষ্ঠানের পরেই চাকরির দাবি ধরনায় বসা শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে তিনি নিজে উদ্যোগ নেবেন। সেই কথা উল্লেখ করে ব্রাত্য বসু বলেন, সব দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

একনজরে নতুন পদ-
SSC-তে ৫২৬১টি পদ তৈরি করা হয়েছে
শারীরশিক্ষার জন্য ৮৫০টি নতুন পদ তৈরি হয়েছে
কর্মশিক্ষার জন্য ৭৫০ টি নতুন পদ তৈরি হয়েছে

Latest article