বাংলাদেশে নতুন দলের ঘোষণা তারপরই শুরু মারপিট-বিক্ষোভ

বৃহস্পতিবার ঢাকায় একটি বৈঠকের পর দলের নাম চূড়ান্ত হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নতুন দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’।

Must read

প্রতিবেদন: পূর্বঘোষণা অনুযায়ী ইউনুস সরকারের মদতে বাংলাদেশে শুক্রবার গঠিত হতে চলেছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই দল গড়ে উঠছে। বৃহস্পতিবার ঢাকায় একটি বৈঠকের পর দলের নাম চূড়ান্ত হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নতুন দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’। এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। বাকি সব পদের জন্য নাম এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন-দুয়ারে সরকারে আবেদন, শংসাপত্র হাতে পেলেন বিশেষ চাহিদা সম্পন্নরা

এদিকে দলের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে বেধে যায় খণ্ডযুদ্ধ ও অশান্তি। শিক্ষার্থীদের মধ্যে স্লোগান, তুমুল মারপিট, ধস্তাধস্তি চলে বুধবার রাতভর। জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঢাকা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতে থাকে বিক্ষোভকারী পড়ুয়ারা। মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাই বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, নতুন সংগঠনের কমিটিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই পদ পেয়েছেন। তাদের বক্তব্য, তারাই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন, সামনে থেকে লড়াই করেছিলেন। কিন্তু ছাত্রদের নতুন সংগঠনে তাদেরই উপেক্ষা করা হয়েছে। এই অভিযোগেই বিক্ষোভ-অশান্তি, মারপিট ও রাস্তা অবরোধ চলে।

Latest article