প্রতিবেদন : উপকূল এলাকার মানুষকে আম্ফান-যশের মতো ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে রাজ্য সরকার বনসৃজনের উপরে গুরুত্ব দিচ্ছে। সোমবার বিধানসভা ভবনে আয়োজিত বন মহোৎসবের (Van Mahotsav) অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এর মধ্যেই ঘূর্ণিঝড় যশের পরে দুই চব্বিশ পরগনার সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূলে ১৫ কোটি গাছ বসানো হয়েছে। সেখানকার বাসিন্দাদের সুরক্ষায়, তাঁদের আশ্রয়ের জন্য বেশ কিছু সাইক্লোন সেন্টারও তৈরি করা হয়েছে। ভূমিক্ষয় রোধে আরও বেশি করে গাছ বসানোর পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা নদীমাতৃক দেশ। ভাঙনপ্রবণ, যশের পর আমরা অনেক ম্যানগ্রোভ লাগিয়েছি। ফ্লাড সেন্টার করেছি। বলেন, আমি সবুজ ভালবাসি, অরণ্য ভালবাসি। একটা গাছের পাতা পড়ে গেলে মনে হয় কাঁদছে। আবার গাছ ভরে গেলে আনন্দ হয়। সবুজ নিয়ে মুখ্যমন্ত্রী নিজের লেখা কবিতা পড়ে শোনান— সবুজ বাঁচাও, সবুজ দেখাও। শ্বেতচন্দনের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বন্যপ্রাণীদের আক্রমণে নিহত ও আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকার ১৪ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অনুষ্ঠানে জানিয়েছেন। অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য ও বিধায়কেরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন-সরাসরি মুখ্যমন্ত্রী ব্যাপক উদ্দীপনা