বিপর্যয়ের জের, গম্ভীর-রোহিতের সঙ্গে ম্যারাথন বৈঠক বোর্ডের

বিসিসিআই খুশি নয়, মুম্বইয়ে শেষ টেস্টে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া এবং ওয়াংখেড়েতে ঘূর্ণি উইকেটে খেলার সিদ্ধান্ত নিয়ে।

Must read

মুম্বই, ৮ নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের জের। অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে শুক্রবার ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক করল বিসিসিআই। মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে কোচ ও অধিনায়কের সঙ্গে ছিলেন নির্বাচক প্রধান অজিত আগারকর, প্রেসিডেন্ট রজার বিনি ও সচিব জয় শাহ। সূত্রের খবর, নিউজিল্যান্ড সিরিজে গম্ভীরের কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। গম্ভীরের কোচিং স্টাইলও আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-সঞ্জুর ব্যাটে আফ্রিকান সাফারি ও জয়

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, “৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে যাচ্ছি আমরা। থিঙ্ক ট্যাঙ্কের (গম্ভীর-রোহিত-আগারকর) সঙ্গে কথা বলে বোর্ড নিশ্চিত হতে চেয়েছিল, এই বিপর্যয়ের ধাক্কা সামলে টিমকে কীভাবে তারা আগের জায়গায় ফিরিয়ে আনতে চাইছে।”

আরও পড়ুন-রাজ্যে দুই সংস্থার দুই প্রকল্প, চাকরি ১২ হাজারের বেশি

বিসিসিআই খুশি নয়, মুম্বইয়ে শেষ টেস্টে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া এবং ওয়াংখেড়েতে ঘূর্ণি উইকেটে খেলার সিদ্ধান্ত নিয়ে। বোর্ড কর্তা বলছেন, “বুমরার অনুপস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়া সফর মাথায় রেখে সাবধানতা অবলম্বন করেছে। গম্ভীর, রোহিতের কাছে জানতে চাওয়া হয়েছে, বিপর্যয় ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য কী রোডম্যাপ তারা তৈরি রাখছে।”
কোচিং স্টাইল নিয়ে গম্ভীরের জবাবে বোর্ড সন্তুষ্ট কি না, তা অবশ্য জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার ঠিক আগে এই বৈঠক হওয়ায় ওয়াকিবহাল মহল নিশ্চিত, কোচকে হলুদ কার্ড দেখিয়েই রাখল বোর্ড। ডনের দেশেও খারাপ ফল হলে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না কর্তারা।

Latest article