জাতীয়

আইনি লড়াইয়ের পর অবশেষে হার রেলের, হয়রানির জরিমানা পাবেন যাত্রী

মধ্যপ্রদেশের (MadhyaPradesh) জব্বলপুরের বাসিন্দা অরুণ কুমার জৈন ২০২২ সালের ১১ মার্চ জব্বলপুর থেকে দিল্লির হজরত নিজামুদ্দিন যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলেন। ট্রেনটির নির্ধারিত সময় ছিল বিকাল ৩টে ৩০ মিনিট। ১২ মার্চ ভোর ৪টে ১০ মিনিটে হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল কিন্তু ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা দেরীতে পৌঁছয়। সময়ে পৌঁছতে না পারার ফলে সেই যাত্রীর সেখান থেকে যে ট্রেনে ওঠার কথা ছিল, সেটা মিস হয়। রেলের এই গাফিলতির প্রসঙ্গ সামনে এনে অরুণ কুমার জৈন কনজিউমার ফোরামের সঙ্গে যোগাযোগ করেন। তিন বছর আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায়বিচার পেলেন তিনি।

আরও পড়ুন-আজ অশান্তি এড়াতে কড়া নির্দেশ পুলিশের

ট্রেন দেরি করলেও যাতে সমস্যা না হয় অরুণ কুমার একটি ট্রেন থেকে অন্য ট্রেনের মধ্যে প্রায় তিন ঘন্টার ব্যবধান রেখে টিকিট বুক করেছিলেন। এদিকে ট্রেন দেরি হওয়ায় তাঁর পুরো পরিকল্পনা পাল্টে যায়। স্বাভাবিকভাবেই রেলের অবহেলাকে দায়ী করে তিনি কনজিউমার ফোরামের দ্বারস্থ হন। রেল দফতর নিজেদের পক্ষে সওয়াল করলেও সঠিক কাগজপত্র দিতে পারেনি। তিন বছর পর কনজিউমার ফোরাম রেল দফতরকে দোষী সাব্যস্ত করল। ভারতীয় রেলকে ৭ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে ফোরাম। এর মধ্যে রয়েছে ৮০৩ টাকা টিকিটের দাম। মানসিক হয়রানির জন্য ৫,০০০ টাকা এবং মামলার শুনানির খরচ বাবদ ২,০০০ টাকা দেওয়া হচ্ছে। ৪৫ দিনের মধ্যে ওই টাকা দিতে হবে রেলকে। বার্ষিক ৯ শতাংশ হারে সুদ সহ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন-গো-সংসর্গে সারবে ক্যানসার! আজব যুক্তি বিজেপি-মন্ত্রীর

প্রসঙ্গত, ট্রেন লেট করে গন্তব্যে পৌঁছনো, দেরিতে আসা ভারতীয় রেলের ইতিহাসে নতুন কিছু নয়। আধঘণ্টা বা এক ঘণ্টা ট্রেল দেরি হওয়াটা স্বাভাবিক ধরে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ কাজে আজকাল ট্রেনের যাত্রা এড়িয়ে চলে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ট্রেন একমাত্র মাধ্যম। সেখানে বাধ্য হয়েই যাত্রীকে রেলপথে যাত্রা করতে হয়। এছাড়া প্রতি মাসেই দুর্ঘটনার নজির তো আছেই। সবমিলিয়ে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা ও সুবিধা যে রীতিমত সঙ্কটে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago