এমএলএ কাপের পর এবার বিধায়কের উদ্যোগে মিনি ম্যারাথন হচ্ছে ডেবরায়

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এবার মিনি ম্যারাথনের উদ্যোগ নিয়েছেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।

Must read

সংবাদদাতা, ডেবরা : আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এবার মিনি ম্যারাথনের উদ্যোগ নিয়েছেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। কদিন আগেই এক মাস ব্যাপী এমএলএ কাপ (MLA Cup) ২০২৪-এ ব্যাপক সাড়া মিলেছিল মানুষের। তারপরই ডেবরা ব্লকের বালিচক থেকে ডেবরা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে হতে চলেছে এই মিনি ম্যারাথন দৌড়। ম্যারাথনে প্রথম চারজনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থকেও পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন-গতি বাড়িয়ে দু’মাসে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন ধান কিনেছে রাজ্য, উপকৃত নদিয়ার ৫৩ হাজার চাষি

এর জন্য বিধায়ক হুমায়ুন কবীর একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটিতে রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সিতেশ ধাড়া, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলি, কর্মাধ্যক্ষ শান্তি টুডু-সহ ডেবরা ব্লকের নেতা, কর্মী ও জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নাম আসতে শুরু করেছে। একশোর বেশি মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী বিধায়ক। তিনি জানান, শরীরকে সুস্থ এবং মোবাইল থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে খেলাধুলোর খুবই প্রয়োজন। তাই আমি বিভিন্ন ধরনের খেলাধুলো ও দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করছি। এমএলএ কাপে বহু ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেন। আবেদন করব, এতেও সবাই অংশগ্রহণ করুন।

Latest article