কু-কথার জের, ট্রেনি সভাপতিকে শোকজ কমিশনের, জবাব তলব উত্তর দিতে হবে রাত ৮টার মধ্যে

কমিশনের এই পদক্ষেপকে নিশানা করেছে তৃণমূল৷ কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ পুরোপুরি নিষ্ক্রিয় থেকেছে৷

Must read

প্রতিবেদন : রাজ্যের ৬টি আসনের উপনির্বাচনের আগে মুখ পুড়ল বিজেপির৷ রাজ্য পুলিশের কর্মীদের প্রতি অপমানজনক মন্তব্য এবং জাতীয় প্রতীক অশোকস্তম্ভের অবমাননা করার অভিযোগে বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে জাতীয় নির্বাচন কমিশন (commission)৷ সোমবার কমিশনের তরফে সুকান্ত মজুমদারকে শোকজ করার সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়েছে৷

আরও পড়ুন-উপাচার্য নিয়োগ করবেন মুখ্যমন্ত্রী : সুপ্রিম কোর্ট

আজ সোমবার রাত আটটার মধ্যেই সুকান্তকে জবাব তলব করেছে কমিশন৷ অশোকস্তম্ভকে নিয়ে অবমাননাকর কথা বলার পর সুকান্তর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সোমবার সুকান্তকে শো-কজ করেছে নির্বাচন কমিশন৷
কমিশনের এই পদক্ষেপকে নিশানা করেছে তৃণমূল৷ কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ পুরোপুরি নিষ্ক্রিয় থেকেছে৷ তারপরে রাজ্যের ৬টি আসনের উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে সুকান্তকে শোকজ করার সিদ্ধান্ত কমিশনের নাটক বলে সোমবার অভিযোগ করেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে৷

Latest article