প্রতিবেদন : রাজ্যে যেখানেই সমবায় ভোট হচ্ছে, একতরফাভাবে সেখানেই জয়ী হচ্ছে তৃণমূল (TMC)। রাম-বাম-শ্যাম হাত মিলিয়েও এঁটে উঠতে পারছে না। ইতিপূর্বে মেদিনীপুরে একাধিক সমবায় পেয়ে গিয়েছে তৃণমূল। বহু জায়গায় বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি। এবার জোড়াফুল (TMC) ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় ভোটে। তিন দশক পর এখানে ক্ষমতায় এল তৃণমূল, নিরঙ্কুশ আধিপত্য নিয়ে। কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে ন’টি আসন। তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও বিরোধীরা কেউ মনোনয়নপত্রই জমা দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বিপুল জয়ে উৎফুল্ল তৃণমূল কর্মী-সমর্থকেরা রবিবার সবুজ আবির খেলায় মেতে ওঠেন।
চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালি বলেন, রাজ্যে বিরোধী বলে আর কেউ নেই। এই সমবায় নির্বাচনের ফলই বলে দিচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনে ফল কী হবে। সেটাই আমাদের লক্ষ্য। বামেদের তোপ দেগে তিনি বলেন, এই সমবায় দীর্ঘদিন বামেরা দখলে রেখেছিল দুর্নীতির জোরে। এখন ওরা নির্বাচনে প্রার্থী দিতেও পারে না।
আরও পড়ুন- MR-এর স্ত্রীর মাথায় হাতুড়ির ঘা বান্ধবীর! শোরগোল হাসপাতাল চত্বরে