বাগদায় জিতেই বড়মার ঘর পুনরুদ্ধার করলেন মধুপর্ণা

ঠাকুরবাড়ির মেয়ের হাত ধরেই পুনরুদ্ধার হল বাগদা বিধানসভা একইসঙ্গে পুনরুদ্ধার হল বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘর।

Must read

সংবাদদাতা, ঠাকুরনগর: ঠাকুরবাড়ির মেয়ের হাত ধরেই পুনরুদ্ধার হল বাগদা বিধানসভা একইসঙ্গে পুনরুদ্ধার হল বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘর। বিপুল ভোটে জয়ী হয়ে সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন মধুপর্ণা ঠাকুর। এদিন জয়ের পর বাড়ি ফিরে বড়মা বীণাপাণি ঠাকুরের তালা খুলে বন্ধ ঘর পুনরুদ্ধার করেন মমতা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুর। মমতাবালা বলেন, বেশ কিছুদিন আগেই তাঁরা আদালতের নির্দেশ পেয়েছিলেন। কিন্তু ভোটে ব্যস্ত থাকায় তাঁরা বাগদায় ছিলেন। জয়ের পর বাড়ি ফিরেই বড়মার আশীর্বাদ নেন মধুপর্ণা। এই জয় তাঁদের নৈতিক জয়। মমতা ঠাকুর সাফ জানান, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন-কীভাবে বিরাট জয়, ব্যাখ্যা দিল তৃণমূল

১৩ বছর পর বাগদা বিধানসভা কেন্দ্রে সবুজঝড় উঠল। আর তাও উঠল ঠাকুর বাড়ির কন্যা মধুপর্ণার হাত ধরে। বাগদায় এর আগে মতুয়াদের ঠাকুর পরিবারের কেউ প্রার্থী হয়নি ৷ মধুপর্ণাই প্রথম। ৩৩ হাজার ভোটে জিতে সর্বকনিষ্ঠ বিধায়ক জানান, বিজেপি ভুল বুঝিয়েছিল৷ মানুষ বুঝতে পেরেছে দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। তাঁর কথায়, শুধু মতুয়া সম্প্রদায় নয়, বরং বাগদার সকল মানুষ চেয়েছেন বলেই এই জয় এসেছে।

Latest article