ভোটে জিতে বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করার কাজ শুরু পার্থ ভৌমিকের

খবর পেয়েই বুধবার রাতে সেই বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন পার্থ ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস।

Must read

সংবাদদাতা, বারাকপুর : বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করা হবে, কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক। সেই মতোই এক বিজেপি নেতার বড়িতে ভাঙচুরের খবর পাওয়া মাত্রই বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছন পার্থ ভৌমিক। তিনি বলেন, বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছিল কিছু দুষ্কৃতী বাবু নাগ বলে এক বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালায়।

আরও পড়ুন-বাঁকুড়া জঙ্গলমহলে বিকল্প আয়ের পথ দেখাচ্ছে মহুল

খবর পেয়েই বুধবার রাতে সেই বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন পার্থ ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ান তাঁরা। পার্থ ভৌমিক বলেন, সন্ত্রাসমুক্ত বারাকপুরই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, আপনারা যেকোনও রাজনৈতিক দল করতে পারেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু তাই বলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তৃণমূল হিংসার রাজনীতি করে না। নেতৃত্বের নির্দেশ আছে, কোনও অশান্তি করা যাবে না। যারা এই কাজ করেছে সেই দুষ্কৃতীদের যথাযথ শাস্তি হবে বলে আক্রান্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন পার্থ। নতুন সাংসদের পদক্ষেপে খুশি ওই পরিবার।়

Latest article