সিরিজ জিতে ড্রেসিংরুমে ভাষণ অধিনায়ক রোহিতের মানসিকতায় বদল ঘটেছে বিশ্বকাপের পর

টুর্নামেন্ট চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে আসন্ন এশিয়া কাপে ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা।

Must read

নয়াদিল্লি, ৮ অগাস্ট : চার বছর আগে এশিয়া কাপে ভারতের অধিনায়ক ছিলেন তিনি। টুর্নামেন্ট চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে আসন্ন এশিয়া কাপে ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত জয়ের পর এবার এই টুর্নামেন্টের পাখির চোখ করে আছেন তিনি।

আরও পড়ুন-সেতুর স্বাস্থ্য পরীক্ষা

২০১৮ সালে রোহিতের নেতৃত্বে টানা এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফি ঘরে তোলে ভারত। কিন্তু এবার সময় ভিন্ন। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে ফের দেশকে এশিয়া কাপ জেতাতে মরিয়া রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে সতীর্থদের সামনে লম্বা ভাষণ দেন হিটম্যান। তিনি বলেন, “একটা দলের খেলার ধরন একদিনে বদলায় না। প্রতিটি মুহূর্তে দল কি চায় সেটা ধরেই এগোতে হবে আমাদের। আমার মতে প্রত্যেকের নিজস্ব দক্ষতাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু তার সাথে নিজেদের ছোট ছোট কিছু করে দেখানোর প্রচেষ্টাই সাফল্যের দিকে এগিয়ে দেবে আমাদের।”

আরও পড়ুন-ভিক্টোরিয়ায় টাকা তছরুপ

গত ডিসেম্বরে জাতীয় দলের নেতৃত্ব নেওয়ার পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ ট্র্যাক রের্কড রোহিতের। তাঁর নেতৃত্বে মাত্র দু’টি টি-২০ ম্যাচ হেরেছে ভারত। টানা ১৪ টি টি-২০ ম্যাচে জেতার নজিরও রয়েছে তাঁর। রোহিত বলেন, “গতবছর টি-২০ বিশ্বকাপের পর থেকেই নিজেদের চরিত্রে বদল এনেছি। ছেলেদের মানসিকতায় বদল ঘটেছে। অধিনায়ক ও কোচের বার্তা যদি ঠিক থাকে তাহলে ছেলেরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে। এরকম হলে সবাই নিজের সেরাটা মেলে ধরে স্বাধীন ভাবে খেলতে পারবে। চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য আসবে।” উল্লেখ্য, আসন্ন টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। আপাতত ১৫ দিনের বিশ্রাম নিয়ে বাকিদের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন রোহিত।

Latest article