মায়ানমারে চলবে আফটার শক

মায়ানমারে ভূমিকম্পের যে তীব্রতা তাতে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে। প্রায় ৩৩৪টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে।

Must read

প্রতিবেদন : মায়ানমারে ভূমিকম্পের যে তীব্রতা তাতে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে। প্রায় ৩৩৪টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে। এমনটাই জানিয়েছেন আমেরিকার ভূবিজ্ঞানী জেস ফিনিক্স। তাঁর আশঙ্কা, এই আফটার শক চলতে পারে কয়েক মাস পর্যন্ত।

আরও পড়ুন-কুলতলিতে ফের বাঘের আতঙ্ক

ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলেই এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, সংঘর্ষ এখনও চলছে তাই আফটার শকও চলতে থাকবে। শনিবারও কয়েকবার মৃদু কম্পন হয়েছে। মায়ানমারের ভূমিকম্পে শনিবার পর্যন্ত ১৬৪৪ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। ভারত থেকে বায়ুসেনার বিমানে ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে মায়ানমারে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ ৪০ টনেরও বেশি ত্রাণ নিয়ে মায়ানমারের ইয়াঙ্গন বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।

Latest article