সোমবার সকালে ফের একবার মা উড়ালপুলে (maa flyover) দুর্ঘটনা। উড়ালপুলের পাঁচিলে ধাক্কা খেয়ে দুর্ঘটনার মুখে একটি অ্যাপ বাইক। দুর্ঘটনার জেরে ছিটকে পড়েন বাইক চালক ও সওয়ার তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাপ বাইক চালককে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে।
জানা যায়, হাওড়ার ডোমজুড় থেকে চাকরির পরীক্ষা দিতে সল্টলেকের সেক্টর ফাইভে আসছিলেন ওই তরুণী। অ্যাপ বাইকে মা উড়ালপুলে (maa flyover) ওঠার পরই ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনায় তরুণীর হেলমেট ছিটকে উড়ালপুলের নিচে গিয়ে পড়ে। বাইকের সামনের অংশ ভেঙে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আরও পড়ুন-রাতভর বিমান হামলা গাজার হাসপাতালে! শীর্ষ হামাস কমান্ডার-সহ মৃত ৫১
তরুণীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অ্যাপ বাইক চালকের অবস্থা বেশি গুরুতর জানিয়েছে পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা, স্থানীয় সিসিটিভি ফুটেজগুলি দেখে তদন্ত কলকাতা পুলিশ। মা উড়ালপুলে গতি নিয়ন্ত্রণের নির্দেশ বারবার কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হলেও তা যে যানবাহনগুলি মানে না, তা আরও একবার প্রমাণিত। সেক্ষেত্রে বাইকগুলি যে আরও পরিস্থিতি বিপজ্জনক তৈরি করছে, তারই সাক্ষী সোমবারের দুর্ঘটনা।