শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের (bangladesh) বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের জেরে আফটার শকের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। সেই আফটার শক অনুভূত হল শনিবার সকালে। বাংলাদেশের বাইপাইল এলাকায় শনিবার সকালে ৩.৩ মাত্রার ভূমিকম্পের ফের আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন- ট্রাম্প ফ্যাসিস্ট! উত্তর দিয়ে ফেললেন মামদানি
সিসমোলজি বিভাগের হিসাব অনুযায়ী শনিবার সকাল ১০.০৬ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের বাইপাইল, গাজীপুর, কালীগঞ্জ, পলাশ, ঘোড়াশাল প্রভৃতি এলাকায়। তবে শুক্রবারের মতো এই কম্পন ততটা তীব্র ছিল না। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম রয়েছে।
সিসমোলজি বিভাগের পরিসংখ্যান জানাচ্ছে শনিবারের কম্পনের মাত্রা ছিল ৩.৩। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তিস্থল। যে কারণে স্বল্পমাত্রার কম্পন হলেও আতঙ্ক ছড়ায় বাংলাদেশের (bangladesh) বিস্তীর্ণ এলাকায়। প্রায় ১২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। যদিও শনিবারের ভূমিকম্পের প্রভাব ভারতের কোন এলাকা সেভাবে পড়েনি।

