নাম না করে ফের মোদিকে ভুয়ো ডিগ্রি তোপ কেজরির

‘ভবিষ্যতে এমন কেউ যেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে না পড়ে’

Must read

প্রতিবেদন : নাম না-করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে তীব্র কটাক্ষ হানলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Narendra Modi- Arvind Kejriwal)। এক বিজেপি নেতার সাম্প্রতিক ট্যুইট তুলে ধরে ভুয়ো ডিগ্রি বিষয়ে পাল্টা শ্লেষ শোনা গেল আপ সুপ্রিমোর গলায়। তবে নিজের ট্যুইটে সরাসরি প্রধানমন্ত্রীর নাম নেননি তিনি।

দিল্লির বিজেপি নেতা হরিশ খুরানা এক ট্যুইটে দাবি করেছিলেন, দিল্লিতে প্রতি বছর নবম শ্রেণিতে লক্ষাধিক শিশু অকৃতকার্য হচ্ছে। আপ সরকারের শাসনকালে শিক্ষার মানের অবনমন ঘটেছে বলে দাবি তোলেন তিনি। তার পাল্টা জবাব দিতে গিয়ে কৌশলে ফের প্রধানমন্ত্রীর ডিগ্রি-বিতর্ককেই সামনে এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরি বলেন, যদি কোনও শিশু পড়াশোনায় ভাল ফল করতে না পারে তাহলে আমরা তাদের অতিরিক্ত ক্লাস করিয়ে তৈরি করব। কারণ আমরা চাই না ভবিষ্যতে কেউ ভুয়ো ডিগ্রি নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়ুক।
প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বহুদিন ধরেই দাবি-পাল্টা দাবি চলেছে। তা নতুন মোড় নেয় সম্প্রতি হাইকোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করার পর। আপ নেতা মোদির ডিগ্রির প্রতিলিপি দেখতে চেয়েছিলেন। ২০১৬ সালে করা কেজরির (Narendra Modi- Arvind Kejriwal) সেই আবেদন মেনে গুজরাত বিশ্ববিদ্যালয়কে মোদির শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে নির্দেশ দিয়েছিল চিফ ইনফরমেশন কমিশনার। গুজরাত বিশ্ববিদ্যালয় তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপরই গুজরাত হাইকোর্ট কেজরির ২৫ হাজার টাকা জরিমানা করে। তবে এরপর বিতর্ক থামার বদলে তা আরও বেড়ে গিয়েছে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শিক্ষা দফতরের দায়িত্বে থাকা মণীশ সিসোদিয়া খোলা চিঠিতে লেখেন, অশিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য ক্ষতিকর। এবার ফের নরেন্দ্র মোদির নাম না করেও ভুয়ো ডিগ্রি নিয়ে কৌশলে তাঁকেই তির ছুঁড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন- মানুষ সার্টিফিকেট দিলে তবেই পঞ্চায়েত ভোটে প্রার্থী, জানিয়ে দিলেন অভিষেক

Latest article