আবারও বাতিল ট্রেন, দুর্ভোগে পরীক্ষার্থী থেকে নিত্যযাত্রীরা

Must read

প্রতিবেদন : আবারও দুর্ভোগ রেলযাত্রীদের। পূর্ব রেলের হাওড়া শাখায়। আজ বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ১৪টি লোকাল (Local train)। এর জেরে শুধু নিত্যযাত্রীরাই নন, মাধ্যমিক, আইসিএসসি ও সিবিএসসির পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরাও চরম দুর্ভোগের মধ্যে পড়বেন। এর আগেও একাধিকবার হাওড়া মেন ও কর্ড লাইনেও জরুরি মেরামতির জন্য একাধিক ট্রেন, এমনকী দূরপাল্লার ট্রেনও বাতিল করতে হয়েছে। এরমধ্যেই এবার হাওড়ার লিলুয়ার লাইনে জরুরি মেরামতির বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল। রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইনে সংস্কারকাজ-সহ উন্নতমানের ওভারহেড যন্ত্রপাতি বসানো কাজ চলবে। এই কারণে মার্চের প্রথম দিন থেকেই ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ এবং লোকাল ট্রেন (Local train) চলাচল বন্ধ রাখা হবে। মার্চ মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত যে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, তার তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল। রইল বাতিল ট্রেনের তালিকা— হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫ লোকাল ট্রেন বাতিল করা রয়েছে। পাণ্ডুয়া থেকে রওনা দেওয়া ৩৭৬১৪ ট্রেনটিও বন্ধ রাখা হয়েছে। বর্ধমান থেকে দু’টি লোকাল (৩৭৮৩৪ ও ৩৭৮৪০) বাতিল। বাতিল তারকেশ্বর (৩৭৩৫৪) লোকাল, গুড়াপ (৩৬০৭২), শ্রীরামপুর (৩৭০১২) এবং মশাগ্রাম (৩৬০৮৬) থেকে ১টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:কবে পঞ্চায়েত নির্বাচন?

Latest article