উৎসবের মরসুমে চার দিনের মধ্যে তিনবার বাড়ল ডিজেলের দাম। সোমবার প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা। চলতি মাসে ২৪ তারিখে প্রথমবার প্রতি লিটার ডিজেলে ২০ পয়সা দাম বৃদ্ধি হয়। ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রতি লিটার ডিজেলে ২৫ পয়সা করে দাম বেড়েছে। ফলে চারদিনের মধ্যে প্রতি লিটার ডিজেলের দাম বাড়ল ৭০ পয়সা। সোমবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয় ৯২.৪৫ টাকা।
আরও পড়ুন-বার্ধক্যভাতা
সাধারণ মানুষের আশঙ্কা, উৎসবের মরসুমে ফের ডিজেলের দাম বাড়ায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে চলেছে। কারণ অত্যাবশ্যকীয় পণ্য থেকে শুরু করে সাধারণ শাকসবজি যাবতীয় জিনিসের পরিবহণ হয় মূলত সড়কপথে। সড়কপথে পরিবহণের মূল উপাদান ডিজেল। বেশ কয়েকদিন পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। তবে পেট্রোলের দাম ইতিমধ্যেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।