খেলা

ফের ড্র, জয় অধরাই থাকল লাল-হলুদের

প্রতিবেদন : অষ্টম আইএসএলের ষষ্ঠ ম্যাচেও জয় অধরা ইস্টবেঙ্গলের। রবিবার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ১-১ ড্র করল ম্যানুয়েল দিয়াজের দল। মার্সেলার গোলে এগিয়ে গিয়েও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতে পারল না লাল-হলুদ ব্রিগেড। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগের লাস্ট বয়ই থাকল দিয়াজের দল।

আরও পড়ুন-আরও ২৫ বিমানবন্দর বেচে দিচ্ছে সরকার

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এদিন শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। কিন্তু দলের ফাঁকফোকর ভরাট করা যে এত সহজ ব্যাপার নয়, তা বারবার দেখা গেল। গত পাঁচটি ম্যাচের থেকে এদিন কিছুটা উন্নতির লক্ষণ দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের খেলায়। পরিশ্রম অনেক বেশি করেছেন মানোলো দিয়াজের ছেলেরা। অবশেষে এদিন হাওকিপকে প্রথম একাদশে খেলান লাল-হলুদের স্প্যানিশ কোচ। পেরোসেভিচের সঙ্গে আপফ্রন্টে হাওকিপ ও ড্যানিয়েল চিমাকে রেখে কেরালার রক্ষণে চাপ বাড়ানোর রণকৌশল নিয়েছিলেন দিয়াজ। পেরোসেভিচ তাঁর সহজাত স্কিল দেখিয়ে গোলের লকগেট কয়েকবার প্রায় খুলেই ফেলেছিলেন। ১৯ মিনিটে পেরোসেভিচের দুর্দান্ত একটি শট ক্রসবারে লাগে। তবে বিক্ষিপ্ত ভাবেই দুই দল আক্রমণে উঠেছে।

আরও পড়ুন-ব্যাঙ্ক দেউলিয়ায় কপাল পুড়তে চলেছে গ্রাহকদের

খেলার প্রথমার্ধ জুড়ে ইস্টবেঙ্গলের প্রাধান্য বেশি থাকলেও কোনও আক্রমণই সেভাবে দানা বাঁধেনি। এর মধ্যেই ৩৭ মিনিটে এগিয়ে যায় লাল-হলুদ। রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রো থেকে হেডে গোল করেন অস্ট্রেলীয় ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। এই গোলের পর দিয়াজের ছেলেদের উৎসব অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আরও পড়ুন-ঘোষণার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই “গৃহলক্ষ্মী কার্ড” জনপ্রিয়তার তুঙ্গে, প্রবল চাপে বিজেপি

বিরতির ঠিক আগেই ম্যাচে সমতা ফেরায় ব্লাস্টার্স। ৪৪ মিনিটে আলভারো ভাসকুয়েজের দূরপাল্লার শট লাল-হলুদ সেন্টার ব্যাক মার্সেলার মাথায় লেগে দিক পরিবর্তন করে গোলে ঢোকে। রেফারি গোলটি অবশ্য ভাসকুয়েজের নামেই দিয়েছেন।

দ্বিতীয়ার্ধে কেরালা অনেক দাপট নিয়ে খেলা শুরু করে। ইস্টবেঙ্গল রক্ষণ জমাট রাখার দিকে নজর দিয়েছিল। এদিনও রক্ষণে হীরা মণ্ডল খুব ভাল ফুটবল খেলে কেরালার ডান প্রান্তিক আক্রমণগুলো প্রতিহত করেছেন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে দার্ভিসেভিচ, আঙ্গাউসানা, বিকাশ জাইরুরাও চেষ্টা করেছেন। শেষ লগ্নে বেশ পেরোসেভিচ একটি গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিন পয়েন্ট এই ম্যাচেও আসেনি।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago