প্রতিবেদন : ফের বাঘের আক্রমণে (Tiger Attack) মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম সন্ন্যাসী মণ্ডল (Sannyashii Mondal)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) গোসাবা (Gosaba) ব্লকের কুমিরমারির চার বাসিন্দা ৫ নম্বর ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বেলা দশটা নাগাদ জঙ্গল থেকে হঠাৎ একটি বাঘ বেরিয়ে তাঁদের নৌকার সামনে ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই নৌকা থেকে সন্ন্যাসী মণ্ডলকে টেনে নিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে। বাকি তিনজন সঙ্গে সঙ্গে লাঠি ও নৌকার হাল নিয়ে বাঘকে বাধা দেন। কিছুক্ষণের মধ্যে বাঘ (Tiger Attack) সন্ন্যাসীকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বাঘের থাবায় গুরুতর আহত হন সন্ন্যাসী। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর। বিকেলে মৃতের দেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন সঙ্গীরা। তাঁরা ফিরতেই সন্ন্যাসীর পরিবারে কান্নার রোল ওঠে। সুন্দরবন টাইগার রিজার্ভের (Sundarban Tiger Reserve) অধিকর্তা বলেন, ঘটনার খবর পেয়েছি। বাঘের (Tiger) আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তবে যাঁরা কাঁকড়া ধরতে গিয়েছিলেন, তাঁদের বৈধ কোনও কাগজপত্র ছিল না। এমনিতেই এখন মাছ, কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও বাঘের হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন মৎস্যজীবী। বারবার প্রাণহানির ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: বর্ষার আগেই বিপজ্জনক বাড়ি থেকে সরে যাওয়ার অনুরোধ মেয়রের