রামনবমীতে বিজেপি সরকারের উপহার গ্যাসের দাম বৃদ্ধি! কেন্দ্রকে তুলোধনা তৃণমূলের

Must read

রামনবমীতে বিজেপি সরকারের বড় উপহার। ফের বাড়ল গ্যাসের দাম (Gas Price)। ৮২৯ টাকা ছিল গ্যাস সিলিন্ডারের দাম। এবার ১৪ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হল ৮৭৯ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের। এদিকে পেট্রল-ডিজেলে লিটার প্রতি ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়াল কেন্দ্র। ফলে আবারও বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।

এদিকে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে।

আরও পড়ুন-প্ররোচনায় পা দেবেন না, আপনাদের পাশে আমি আছি, বার্তা মুখ্যমন্ত্রীর

গ্যাস থেকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় (Gas Price) বিজেপি সরকারকে তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আসল চেহারাটা দেখুন। রামনবমীতে বিজেপি সরকারের উপহার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্রের বাজেটে বড় বড় কথা। মানুষের কিছু চাওয়ার নেই। মানুষের কথা ভাবেই না কেন্দ্র। সেই বাড়াল গ্যাস-পেট্রোল ডিজেলের দাম।

Latest article