আবারও বাড়ল গ্যাসের দাম, নাভিশ্বাস আমজনতার

Must read

আরও একবার বাড়ল গ্যাসের দাম (Gas Price)। এই নিয়ে এক মাসে দু’বার দাম বাড়ল গ্যাসের। নাভিশ্বাস আমজনতার। এর আগে এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে হয়েছিল ১০২৬ টাকা। এবার আরও ৩ টাকা বেড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম হল ১০২৯ টাকা।

পেট্রোল-ডিজেলের পাশপাশি রান্নার গ্যাসের (Gas Price) দাম হু হু করে বাড়তে থাকায় দিশেহারা আমজনতা। একদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম আকাশছোঁয়া। অন্যদিকে জীবনদায়ী ওষুধের দামও হু হু করে বাড়ছে। এরইমধ্যে ১২ দিনের মাথায় ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তদের ঘাড়ে খরচের বোঝা আরও বাড়বে বলেই আঁচ করা যাচ্ছে।

আরও পড়ুন: সিপিএম আমলে চিরকূট দিয়ে চাকরি পাওয়া যেত: মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের মোদি সরকারের পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন বিরোধীরা। আমজনতার উপর আর্থিক বোঝা চাপাচ্ছে মোদি সরকার বলে কটাক্ষ করেছে কংগ্রেস নেতাও।

Latest article