মুম্বই : মাদককাণ্ডে শুক্রবারও বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। এদিন অনন্যাকে দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে এনসিবির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন। এনসিবি সূত্রের খবর, আরিয়ানকে তিন দফায় অনন্যা মাদক সরবরাহে সাহায্য করেছিলেন। অনন্যা ও আরিয়ানের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে এই সূত্র মিলেছে বলে খবর। একইসঙ্গে অনন্যা নাকি জানান, গাঁজা যে বেআইনি মাদক তা তিনি নাকি জানতেন না। তবে এদিন অনন্যা এনসিবির জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেননি। চলতি মাসের ৩ তারিখে মুম্বইয়ের এক প্রমোদতরী থেকে গ্রেফতার হন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। মাদক সেবনের জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটেই অনন্যার নাম ছিল। সেই কারণে অনন্যাকেও এনসিবির জেরার মুখে পড়তে হল। ইতিমধ্যেই এনসিবি অনন্যার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে।