বৃহস্পতিবার হেমন্তের হালকা আমেজের মধ্যেই হালকা বৃষ্টিতে ভিজল শহর কলকাতা-সহ শহরতলির একাংশ। তবে সপ্তাহের শেষে আরও নামবে রাতের পারদ। রাতে ও সকালের দিকে শীতের আমেজ পাবেন শহরবাসী। এদিন সকালে কিছু জেলায় ছিল আংশিক কুয়াশা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে কলকাতা, শহরতলি ও উপকূলের জেলাগুলিতে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়তে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়া জারি থাকবে সেখানেও। এরই মধ্যে একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও উপকূলের দিকে যাবে। এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পুবালি হওয়ার জেরে জলীয়বাষ্প ঢুকবে বাংলার উপকূলের জেলাগুলিতে। এরই মধ্যে অবশ্য দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে দেশ থেকে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। অন্য একটি পুবালি অক্ষরেখা রয়েছে কেরল উপকূল থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত। ফলে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে পয়লা নভেম্বর উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে। সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরি শীত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না।