সংবাদদাতা, শিলিগুড়ি : পাহাড়ে আবার ধস (landslide)! বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ধীরে ধীরে স্বাভাবিকের পথে উত্তরবঙ্গ। ছন্দে ফিরছে পাহাড়ের সব পর্যটনকেন্দ্র। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও নেই সেই দাপট। আপাতত বৃষ্টি কমবে সেখানে। আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের আকাশ থেকে কেটে গিয়েছে দুর্যোগের মেঘ। আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রোদের দেখা মিলছে সেখানে। দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাও।
আরও পড়ুন- ভোট এলেই শুরু হয় ইডির তল্লাশি : সুজিত
২৯ মাইল থেকে গেলখোলার পথে এই ধস (landslide) নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘুরপথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। ফলে চার ঘণ্টা সময় বেশি লাগছে সিকিম-পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। গতকাল রাত আটটা নাগাদ জাতীয় সড়কে বিশাল বড় গর্ত তৈরি হয়। ধসে যায় সড়কের বিস্তীর্ণ অংশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই পথে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিকেলের আগে যানবাহন চলাচল স্বাভাবিক হবে না। পশ্চিমবঙ্গ থেকে সিকিম-গরুবাথান রোড ব্যবহার করে যাতায়াত চলছে।