প্রতিবেদন : দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু বৃষ্টির (Rain) আশঙ্কা কাটছে না বাংলা থেকে। বর্ষা বিদায়ের পর সাধারণত রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া থাকে। কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় সাময়িক বিরতি। একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর জেরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে। ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) কলকাতা ও বাঁকুড়া, পূর্ব বর্ধমান। পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় অস্বস্তিও বাড়ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আবহাওয়া দফতর সতর্কতা জারি করে জানিয়েছে, শুক্রবার সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেদিকে নজর রাখছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে বাংলা-ওড়িশা, দুই রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে, টানা বৃষ্টিতে বেহালদশা দুর্গাপুরের। প্রবল বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা দুর্গাপুরবাসীর। আবহাওয়া অফিস সূত্রে খবর, ১২ ঘণ্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে।
আরও পড়ুন- কৃষ্ণনগরে ছাত্রী ধর্ষণ ও খুনে প্রতিবাদী রাহুল! তৎপর পুলিশ