চলতি সপ্তাহে দক্ষিণে ফের ভারী বৃষ্টি

উত্তরেও ভারী বৃষ্টি হবে সপ্তাহের শেষে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে।

Must read

প্রতিবেদন : লা নিনা তার ক্ষমতা দেখাতে শুরু করবে সেপ্টেম্বর থেকেই। তার ফলে জমিয়ে শীত পড়বে এবার। তাপমাত্রা অনেকখানি নেমে যাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, বৃষ্টিও চলবে দু’মাস ধরে। আবহাওয়া আংশিক প্রভাব ফেলবে ভারতের কৃষিক্ষেত্রে। এই অতিরিক্ত বৃষ্টির ফলে শীতের ফলনে এর প্রভাব পড়বে। চলতি সপ্তাহে ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আরও পড়ুন-পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের চেষ্টা আরপিএফকে রুখে দিল জনতা

উত্তরেও ভারী বৃষ্টি হবে সপ্তাহের শেষে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। পার্বত্য এলাকার অধিকাংশ জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনিতে নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। এবার লা নিনার প্রভাবে ফের ভিজতে পারে উত্তর থেকে দক্ষিণ দুই বাংলাই।

Latest article