ফের আন্তর্জাতিক পুরস্কার রাজ্যের বার্লিনে ৮ মার্চ

এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে

Must read

প্রতিবেদন : দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার নেবেন পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁর সঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর দফতরের সচিব পি বি সেলিম।

আরও পড়ুন-প্রতিবাদে দল তুলল কেরল

রাজ্যের নামীদামি পর্যটন সংস্থা এই মেলায় যোগ দিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসুরা এই মেলায় আসেন। তাই খ্যাতনামা পর্যটন সংস্থাগুলি সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকে। এরকম একটি বিশ্ব পর্যটন মঞ্চে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের আবেদন করবে। এ রাজ্যের পর্যটনক্ষেত্র, তার পরিকাঠামো, সরকারের তরফ থেকে কী কী সুবিধা দেওয়া হচ্ছে— সব কিছু একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে। শুধু পর্যটন ক্ষেত্রেই নয়, শিল্পের বিনিয়োগের ক্ষেত্র হিসেবেও যে এ রাজ্য লাভজনক তা দেখানো হবে ওই প্রেজেন্টেশনে।

Latest article