ফের ২৩৮ চাকরি দেউচায় চক্রান্তের অভিযোগ মন্ত্রীর

দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা।

Must read

সিউড়ি : দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা। বিভিন্ন সময়ে দেউচা পাঁচামি নিয়ে চক্রান্ত ও অপপ্রচার করা হয়েছে। বিরোধীরা চাইছে, এই প্রকল্পকে পিছিয়ে দিতে। এমনকী পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টাও হয়েছে। এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিরোধীরা। দেউচা পাঁচামিতে জমিদাতাদের নিয়োগপত্র প্রদান ও সহায়তা দানের অনুষ্ঠানে বললেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-শুভেন্দু ও তৎকাল ভুঁইফোঁড়দের বিরুদ্ধে বিষোদ্গার আদি নেতৃত্বের বিদ্রোহে-বিপাকে নন্দীগ্রাম বিজেপি, শুরু গণইস্তফা

এদিন প্রায় ২৩৮ জনের হাতে মানবিক প্যাকেজের আওতায় গ্রুপ-ডির চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় এবং ৫৭ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয় সহায়তা ভাতা, যাঁদের এখনও চাকরি পাওয়ার বয়স হয়নি। মঞ্চে ফিরহাদ ছাড়াও ছিলেন ডব্লুপিডিসিএলের এমডি পি বি সেলিম, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, জেলাশাসক বিধান রায়, এসপি নগেন্দ্র ত্রিপাঠী, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন-সোমবার আবহাওয়া বদল মঙ্গলেই সুন্দরবনে হামলা!

রবীন্দ্রসদনে ফিরহাদ বলেন, জমিগুলো যাঁরা দিচ্ছেন, সেটা জাতীয় স্বার্থে, বাংলার স্বার্থে। তাঁদের পাশে দাঁড়াও, তাঁদের ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করে দাও। নিশ্চিতভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি দেখেছি। সেলিম সাহেব, মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিবের যখন বৈঠক হত, মনে হত, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উকিল হয়ে তাঁদের সঙ্গে ঝগড়া করছেন। হ্যাঁ, বাংলার লোকেরা ভাল থাকবেন, সেটা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য এত কুৎসা! তার জন্য‍ এত অপমান? কখনও পাশের রাজ্য থেকে মাওবাদী আনা, কখনও বিভাজনের ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এগুলো আপনারা প্রত্যাখ্যান করেছেন। তাই আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য মমতাদির নির্দেশে এখানে আসা।

Latest article