আন্তর্জাতিক

আবার ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু, মার্কিন মুলুকে, প্রশ্নের মুখে নিরাপত্তা

প্রতিবেদন: মার্কিন মুলুকে বেড়েই চলেছে ভারতীয়দের উপর হামলার ঘটনা। হামলাকারী বা আততায়ীদের কখনও লক্ষ্য পড়ুয়ারা, কখনও চাকরিজীবীরা, আবার কখনও বা ভারতীয় বংশোদ্ভূতরা। আবারও আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের৷ এই নিয়ে চলতি বছরেই মোট ১০ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের মৃত্যু হল মার্কিন মুলুকে। এবারের ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও প্রদেশে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ মৃতের নাম উমা সত্য সাই গড্ডে৷ এমনটাই জানিয়েছে নিউইয়র্কে ভারতীয় দূতাবাস৷ এক্স পোস্টে নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল লেখেন, ওহাইওর ক্লিভল্যান্ডে ভারতীয় ছাত্র উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন-শীর্ষে রাজস্থান, টানা তিন হার আরসিবির

এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে এবং ভারতে ছাত্রের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, উমা গড্ডের দেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা তারা করছে।
চলতি বছরের শুরু থেকে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ১০ জন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয়দের উপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে অনাবাসীদের মধ্যে। গত মাসে ৩৪ বছর বয়সের শাস্ত্রীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে মিসৌরির সেন্ট লুইসে গুলি করে হত্যা করা হয়। পারডিউ ইউনিভার্সিটির ২৩ বছরের ভারতীয়- আমেরিকান ছাত্র সমীর কামাথকে গত ৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাতে মৃত অবস্থায় পাওয়া যায়। ২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত আইটি এক্সিকিউটিভ বিবেক তানেজা (৪১) ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে হামলার সময় গুরুতর জখম হন৷ পরে তাঁর মৃত্যু হয়৷ সাম্প্রতিক ঘটনা নিয়ে আমেরিকায় ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত সাতজনের মৃত্যু হল।

আরও পড়ুন-শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইলে বেতন দিন বোস: ব্রাত্য

ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ও পড়ুয়াদের উপর ধারাবাহিক হামলার কারণে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এবং বিভিন্ন স্থানের দূতাবাসের আধিকারিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠক করেছেন৷ বিশেষ জোর দেওয়া হয় পড়ুয়াদের নিরাপত্তার উপরে। কীভাবে তাঁরা বিভিন্ন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন তা নিয়ে পরামর্শ দেওয়া চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডার শ্রীপ্রিয়া রঙ্গনাথনের নেতৃত্বে ৯০টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন ভারতীয় ছাত্র, সমিতির পদাধিকারীরা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। এতে আটলান্টা, শিকাগো, হিউস্টন, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং সিয়াটেলের ভারতের কনস্যুলেট জেনারেলরাও উপস্থিত ছিলেন ।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago