আবার দিল্লি বিজেপির পুলিশের নির্লজ্জ আচরণ, ছিঃ! বাংলা নাকি বাংলাদেশি ভাষা

বিজেপি চূড়ান্ত বাংলা-বিরোধী একটা দল। মানুষের আর তা বুঝতে বাকি নেই। ইতিমধ্যেই বিজেপি বাংলা-বিদ্বেষের সমস্ত সীমা পার করে ফেলেছে

Must read

প্রতিবেদন : বিজেপি চূড়ান্ত বাংলা-বিরোধী একটা দল। মানুষের আর তা বুঝতে বাকি নেই। ইতিমধ্যেই বিজেপি বাংলা-বিদ্বেষের সমস্ত সীমা পার করে ফেলেছে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ও থানায় আটকে নির্যাতন-নিপীড়ন এবং পুশব্যাকের ষড়যন্ত্রের পর এবার অমিত শাহের দিল্লির পুলিশ সব সীমা অতিক্রম করে গেল। আমাদের মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশি ভাষা’ বলে দাগিয়ে দিল তারা। দিল্লি পুলিশ বাংলা ভাষায় লেখা পরিচয়পত্রকে বাংলাদেশি ভাষায় লেখা বলে উল্লেখ করে বঙ্গভবনের কাছে অনুবাদের আবেদন জানাল। রবিবার তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, এটা কোনও ভুল নয়— এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত। সব জেনে-বুঝে বাংলা ভাষাকে অপমান করার জন্য বিজেপির অঙ্গুলিহেলনে এই কাজ করা হয়েছে। বিজেপি বাংলার লজ্জা, দেশের লজ্জা। ধিক্কার বিজেপিকে। বাংলা ভাষার প্রতি এই নিকৃষ্টতম চক্রান্তের ঘটনায় অবিলম্বে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অমিত শাহের পুলিশ ও বিজেপিকে। তৃণমূল কংগ্রেসের তিন দাবি এক, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দুই, অবিলম্বে সংশোধন করতে হবে। তিন, পুলিশকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন-ভাষা আন্দোলনে তৃণমূল মহিলাকর্মীরা, পাঁচালি পড়ে অলক্ষ্মী বিদায়

বাংলা ভারতের সংবিধান-স্বীকৃত ভাষা এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম। এহেন বাংলা ভাষাকে পরিচয়হীন করে দেওয়ার নোংরা চক্রান্ত চলছে। কোটি কোটি বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে। বিজেপি, দয়া করে ভুলে যাবেন না বাংলা ভাষায় সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ কথা বলেন। এটি ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি। সেই ভাষাকে ‘বাংলাদেশি’ বলা কেবলই একটি ঘৃণ্য অপমান নয়— তা হল ভাষাটিকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার, তার বৈধতা খারিজ করার এবং বাংলাভাষী মানুষদের বহিরাগত প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা।

Latest article