ফের চূড়ান্ত গাফিলতি রেলের, বরাতজোরে বাঁচল কাঞ্চনকন্যা এক্সপ্রেস

রেলগেট খোলা থাকা সত্ত্বেও সিগন্যাল ছিল সবুজ। দ্রুততায় এমার্জেন্সি ব্রেক কষেন কাঞ্চনকন্যার চালক। তার জেরেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলল।

Must read

প্রতিবেদন : কাঞ্চনজঙ্ঘার পর এবার কাঞ্চনকন্যা। ফের রেলের চূড়ান্ত গাফিলতি। চালকের তৎপরতায় বরাত জোরে বাঁচল বহু প্রাণ। রেলগেট খোলা থাকা সত্ত্বেও সিগন্যাল ছিল সবুজ। দ্রুততায় এমার্জেন্সি ব্রেক কষেন কাঞ্চনকন্যার চালক। তার জেরেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলল।

আরও পড়ুন-কচুরিপানার তৈরি হস্তশিল্প পাড়ি দিচ্ছে বিদেশে

মঙ্গলবার চালসা থেকে মালবাজারের দিকে আসার পথে শোনগাছি এলাকায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক খোলা রেলগেটটি দেখতে পান। কিন্তু আশ্চর্যজনকভাবে সিগনাল সবুজ। অর্থাৎ রেলগেট বন্ধ থাকবে সেই আশাতে সিগনাল বদলে গিয়েছে। অথচ খোলা রেলগেট দিয়ে পেরিয়ে যাচ্ছে সাইকেল, বাইক থেকে চারচাকা গাড়ি। চালকের দ্রুত ব্রেক কষায় অল্পের জন্য এড়ানো যায় দুর্ঘটনা। এরপরেই চালক-সহ রেলকর্মীদের নজর যায় রেলগেটের ঘরটিতে। সেখানে গেটম্যানকে দেখতে না পেয়ে সন্দেহ হয় রেলকর্মীদের। কিন্তু গেটম্যানের ঘরে গিয়ে তাঁরা দেখতে পান ঘরেই রয়েছেন তিনি। শুধু রেলগেট ফেলতে ভুলে গিয়েছিলেন।

Latest article