একগুচ্ছ কর্মসূচি, ফের পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন: একগুচ্ছ কর্মসূচি নিয়ে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস (TMC Rally)। চলতি মাস থেকেই শুরু করা হবে এই তিনটি পৃথক কর্মসূচি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দীক্ষা নামক কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে ব্লক ও শহরে কর্মীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সম্পর্কে জানানো হবে।এই কর্মসূচি মূল ভাবনা, তৃণমূল কংগ্রেস কীভাবে চলে, সে সম্পর্কে কর্মীদের জানানো। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে জেলা জেলায় সম্মেলন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘আলাপচারিতা’। এর মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করা হবে। এছাড়াও ৪ জানুয়ারি অপরাজিতা বিল কার্যকর দাবিতে রাজ্যজুড়ে মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস (TMC Rally)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে , ‘চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর’। আরজি কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অপরাজিতা ওমেন চাইল্ড বিল’ ২০২৪ পেশ করেন তিনি বিধানসভায়। যদিও সেই বিলে এখনও স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগে বিলম্ব, সুপ্রিম পরামর্শ নেবে রাজ্য

Latest article