আবার পাহাড়ি পথে টয় ট্রেন

মহানদীতে রাস্তা মেরামত হওয়ার পর ট্রয় ট্রেন লাইন মেরামতের কাজ শেষ হতেই ফের নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হল।

Must read

অনুরাধা রায় : দার্জিলিং মানেই টয় ট্রেন। কত সিনেমার কত দৃশ্যে ঠাঁই পেয়েছে এই ছোট্ট রেলগাড়ি। একদিকে পাহাড়, অন্যদিকে খাদ। ট্রেন ছুটেছে। এমন গতি, যেন দৌড়ে হারানো যায়। এই সব কিছুই পর্যটকদের এই ট্রেনে চড়ার আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। সেই পর্যটকদের জন্য দারুণ সুখবর। প্রায় তিন মাস বাদে ফের পাহাড়ি পথে ছুটছে কু–‌ঝিকঝিক স্বপ্নের রেলগাড়ি।

আরও পড়ুন-অযোধ্যা পাহাড়ে অতিথি নিবাস

শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করল ঐতিহ্যময় টয় ট্রেন। আবার পর্যটকেরা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি ট্রেনে চেপে সফর করতে পারবেন। দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় উত্তরবঙ্গের পর্যটনশিল্পে ভালোরকম প্রভাব পড়েছিল। তবে আবার নতুন করে পরিষেবা চালু হওয়ায় খুশির আমেজ উত্তরবঙ্গের পর্যটনশিল্পে। পর্যটকদের কাছে বরাবরই টয় ট্রেনে সফর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এটি ভ্রমণের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। তবে গত বছর অক্টোবর মাসে পাহাড়ে একটানা বৃষ্টি, কার্শিয়াঙের মহানদীর কাছে ৫৫ নং জাতীয় সড়কে ধস ইত্যাদি কারণে জাতীয় সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ট্রেন লাইন।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এর জেরেই এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের যাত্রাপথ মাঝপথেই থমকে গিয়েছিল। ফলে পর্যটকেরা শিলিগুড়ি থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে সফর করা থেকে বঞ্চিত ছিলেন। শেষমেশ মহানদীতে রাস্তা মেরামত হওয়ার পর ট্রয় ট্রেন লাইন মেরামতের কাজ শেষ হতেই ফের নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হল। জানা গিয়েছে এতদিন পর্যন্ত পর্যটকদের কার্শিয়াং রেল স্টেশন পর্যন্ত বাসে করে নিয়ে যাওয়া হত। সেখান থেকে টয় ট্রেনে পর্যটকেরা দার্জিলিংয়ে সফর করতে পারতেন। আবার সরাসরি দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি উত্তরবঙ্গের ট্যুর অপারেটরা।

Latest article