হাইকোর্টে সরব হলেন মুখ্যমন্ত্রীর কৌঁসুলি

Must read

প্রতিবেদন : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি ডিভিশন বেঞ্চে শুরু হল বুধবার। রাজ্যপালের মামলা এবং কোর্টের সিদ্ধান্ত নিয়ে পালটা চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে বুধবার শুনানি শুরু হয়। মুখ্যমন্ত্রীর তরফে বিশিষ্ট আইনজীবী সৌমেন্দ্রনাথ অধিকারী ও জয়ন্ত মিত্র স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যপাল বলছেন সংবাদপত্রের খবরের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। কিন্তু মামলায় সেইসব সংবাদপত্রকে ‘পার্টি’ বা যুক্ত করা হয়নি। এটা কী করে হয়? সেই সঙ্গে আইনজীবীদের বক্তব্য, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কোনও মানহানিকর মন্তব্যই করেননি। কোর্টের কাছে এ-ধরনের কোনও তথ্যই নেই। রাজ্যপালের মানহানি কোন কথায় হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা সেটাই প্রমাণিত হয়নি আদালতে, এমনকী আবেদনও করা হয়নি। অথচ সে-নিয়ে আদালত অন্তর্বর্তী নির্দেশ জারি করে দিয়েছে। এটা কী করে সম্ভব? আগামিকাল দুপুর সাড়ে বারোটায় ফের মামলার শুনানি।

আরও পড়ুন: বঞ্চিত বাংলা: ‘BUDGET’ বর্ণের ব্যাখ্যা দিয়ে সংসদে তীব্র প্রতিবাদ অভিষেকের 

Latest article