প্রতিবেদন : গোয়ায় তৃণমূল কংগ্রেসের অগ্রগতি সহ্য হচ্ছে না বিপক্ষ পার্টির। এমনটাই জানালেন লুইজিনহো ফেলারিও। একটি সংবাদ মাধ্যমে লেখা হয় যে গোয়ায় তৃণমূল কংগ্রেসের ফ্লপ শোয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় লুইজিনহোর ফোন ধরা ছেড়ে দিয়েছেন।
এ নিয়েই টুইট করেছেন তিনি। তিনি বলেছেন, ‘বিপক্ষ পার্টি খুব বিশ্রী পন্থা নিয়েছে গোয়ায় তৃণমূল কংগ্রেস পরিবারকে কলঙ্কিত করার জন্য’। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলারিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে সেখানে দল ক্রমশ শক্তিশালি হচ্ছে। গোয়ার বর্ষীয়ান এই নেতাকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করেছে দল।
আরও পড়ুন : ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় চিঠি দিয়ে লুইজিনহো ফেলারিওকে দলের সর্বভারতীয় সহ সভাপতি পদে নিযুক্তির করেন। এরপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ায় কর্মসূচি ছিল। তা নিয়েই ওই খবর করা হয়েছিল।
প্রসঙ্গত ইতিমধ্যেই গোয়ার পানাজীতে দলীয় কার্যালয় খোলা হয়েছে। বছর ঘুরলেই গোয়া বিধানসভার নির্বাচন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন। গেয়ায় প্রায় প্রতিদিন অন্য দল থেকে নেতা-কর্মী- সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এরাজ্য থেকেও পালা করে কোনও না কোনও নেতাকে গোয়া পাঠাচ্ছে দল। এই অবস্থায় গেয়ার বর্ষীয়ান ও জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বভারতীয় সহ সভাপতির পদে নিয়ে এসে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃনমূল শীর্ষ নেতৃত্ব।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ নভেম্বর গোয়া যাবেন তিনি। ১০, ১১, ১২ নভেম্বর নিজে গোয়ায় থেকে সংগঠন সাজাবেন অভিষেক। আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা ভোট। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নজর তৃণমূলের। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষ নেতা লুইজিনহো ফালেরিও। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দিয়েছেন অভিষেক।