প্রতিবেদন : বিজেপির সন্ত্রাস উপেক্ষা করে আগরতলায় ৫১ টা আসনেই মনোনয়ন দিলেন তৃনমূল প্রার্থীরা। বুধবারও ত্রিপুরায় মনোনয়ন পর্বে সন্ত্রাস বিজেপির
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫১ টি আসনে মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস। ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। এদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত কয়েকমাসে ত্রিপুরায় বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে অনেকটাই। বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরামহীন আন্দোলনে ত্রিপুরায় বিজেপি থরহরিকম্প। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে আটকাতে নানা ফন্দি ফিকির করেও শেষে ব্যর্থ হয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। এই অবস্থায় পুর নির্বাচনের আগে প্রচন্ড চাপে শাসক দল।
আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, সিদ্ধি নায়েকের রহস্যমৃত্যু : গোয়ায় সোচ্চার তৃণমূল
গত দুদিনের মতো বুধবারও আগরতলার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন তৃনমূল কংগ্রেস প্রার্থীরা। সঙ্গে ছিলেন দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক ও সাংসদ সুস্মিতা দেব সহ প্রচুর তৃনমূল কংগ্রেস সমর্থকরা। সুস্মিতা দেব বলেন, অনেক বাধা বিপত্তি সত্বেও আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫১ টি আসনেই পার্থ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা আমাদের প্রথম জয়। আমরা আশাবাদি ত্রিপুরার মানুষ আমাদের সঙ্গে রয়েছে।
কিন্তু এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস তৈরি করেছে প্রার্থীদের মারধর করা ভয় দেখানো কি না করেছে, তবুও আমাদের আটকানো যায়নি। ভয় দেখিয়ে আটকানো যাবে না। সুবল ভৌমিক জানান, বুধবারও খোয়াই, উদশপুরে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দিয়েছে বিজেপির গুন্ডারা। এসবের পরও আগরতলা মিউনিসিপ্যাল, নগর পঞ্চায়েত, পুর পরিষদেও আমরা ভালো ফল করব। আমাদের কেউ আটকাতে পারবে না। সন্ত্রাস সৃস্টি করে আমাদের প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বিজেপির সব চেষ্টা ব্যর্থ করে ৫১ টা আসনেই প্রার্থী দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস।