সংবাদদাতা, আলিপুরদুয়ার : এসআইআর-আতঙ্কে (SIR Notice) প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। ভিটে-মাটি হারানোর আতঙ্কে আসছে আত্মঘাতী হওয়ার খবর। ফের এসআইআরে মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। খাসড়া তালিকায় নাম ওঠেনি। ডাক পড়েছে শুনানিতে। নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই দুশ্চিন্তায় আত্মঘাতী হলেন আলিপুরদুয়ার জেলার ছোট শালকুমারের বাসিন্দা নৃপেন ঘোষ— এমনটাই অভিযোগ তাঁর পরিবারের। বহু বছর ধরে ভোট দিলেও ২০০২ সালের তালিকায় নাম ছিল না তাঁর। ফলে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল তার নাম। এরপর হাতে শুনানির নোটিশ (SIR Notice) পেয়ে দুশ্চিন্তায় ডুবে গিয়েছিলেন পেশায় মিষ্টি বিক্রেতা ৫১ বছরের নৃপেন ঘোষ। রবিবার সন্ধ্যায় তাঁর স্ত্রী তাঁকে বাড়িতে একা রেখে কাছেই একটি কাজে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে দেখেন স্বামীর দেহ ঝুলছে বারান্দায়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নৃপেন ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী জানিয়েছেন যে, তাঁর স্বামী ২৮ বছর আগে অসম থেকে ছোটশালকুমার এলাকায় এসেছিলেন। আগামী মঙ্গলবার তাঁর শুনানিতে যাওয়ার দিন পড়েছিল। কিন্তু নাম বাদ পড়ার পর থেকেই খুব বিচলিত হয়ে পড়েছিলেন। এই ঘটনায় ফালাকাটা গ্রামীণ তৃণমূল সভাপতি সঞ্জয় দাস জানান, বিজেপির ইশারায় নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে কমিশন। আমরা ওই পরিবারটির পাশে আছি।

