লোকসভার মহারণের আগে বিরোধী জোটকে নানা কৌশলে ব্যতিব্যস্ত করতে চেষ্টার কোনও কসুর করছে না মোদি সরকার। দিল্লির রাজনৈতিক প্রভুদের অঙ্গুলিহেলনে অবিজেপি রাজ্যগুলিতে এজেন্সি তৎপরতা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। বাংলার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য অবিজেপি রাজ্যে।
আরও পড়ুন-লাদাখ সীমান্তে শান্তি বৈঠকে ভারত ও চিন
দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে মন্ত্রী ভি সেনথিল বালাজির পর এবার তাঁর ভাইকে গ্রেফতার করেছে ইডি। পাশাপাশি পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও চলছে ইডির তৎপরতা। আর্থিক তছরুপ মামলায় সম্প্রতি তামিলনাড়ুর মন্ত্রী ভি সেনথিল বালাজিকে গ্রেফতার করে ইডি। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এরই মাঝে এবার তাঁর ভাই অশোককে কেরলের কোচি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিকবার সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ার অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন-আদানি গোষ্ঠীর তদন্তে গড়িমসি সেবির! শীর্ষ আদালতে সময় বাড়ানোর আবেদন ঘিরে প্রশ্ন
তদন্তে নেমে সেনথিলের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে তল্লাশি চালায় ইডি। বিরোধীদের স্পষ্ট অভিযোগ, দক্ষিণের রাজ্যে দাঁত ফোটাতে না পেরে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে তামিলনাড়ুতে। ফলস্বরূপ রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এবার তাঁর গোটা পরিবারের বিরুদ্ধে তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থা।