প্রতিবেদন: যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের হাতে নিতে ট্রাম্প উদ্যোগী। যদিও ইউক্রেন ইস্যুতে আমেরিকার হাতে রাশ ছাড়তে নারাজ পুতিন। ফলে যুদ্ধবিরতি নিয়ে দর-কষাকষি তীব্র হওয়ার কথা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিন বৈঠকের আগে রুশ সেনা আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।
আরও পড়ুন-অপারেশন সিঁদুর : কেবিসিতে পিআর স্টান্টের অভিযোগ
ভ্লাদিমির জেলেনস্কির দেশের দাবি, রুশ বাহিনী ডনবাস অঞ্চলের প্রায় ১০ কিলোমিটার ভিতরে ঢুকে ওই এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ লাগু করতে মরিয়া। এই লক্ষ্যে নতুন করে ইউক্রেনে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, সেদেশের কোস্টিয়ান্টিনিভকা ও পোকরোভস্কের দিকে এগিয়েছে রুশ সেনা। প্রসঙ্গত, এর আগে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছিলেন যুদ্ধ থামানোর জন্য মস্কো এবং কিয়েভ দু’পক্ষকেই জমি ছাড়তে হবে। জেলেনস্কির দেশের অভিযোগ, রুশ সেনা ইতিমধ্যেই ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ জমি দখল করে নিয়েছে। এই অবস্থায় জেলেনস্কির অনুপস্থিতিতে ট্রাম্প-পুতিন বৈঠক ইউক্রেনের বিপক্ষে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ।